দেশজুড়ে

ভারী বর্ষণ-বাতাসে সাজেকে ভেঙে গেছে পাঁচ বসতঘর

ভারী বৃষ্টি আর বাতাসে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বসতঘর ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচটি পরিবার। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী আট নম্বর ওয়ার্ডের নিউ থাংনাং এলাকায় এ ঘটনা ঘটে। বৃষ্টি আর বাতাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় এসব ঘরবাড়ি।

স্থানীয় যুবক নলেন কান্তি ত্রিপুরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রচুর বৃষ্টি ও বাতাসে আমাদের পাড়ার পাঁচটি বসতঘর ভেঙে গেছে। কারো বাড়ির ছাউনি ভেঙে গেছে, কারো পুরো বাড়ি ধসে পড়ছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরে থাকা জিনিসপত্র, ধান নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সবাই জুমচাষী।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জাগো নিউজকে জানান, এ ধরনের খবর এখনো পাইনি। খোঁজ নিয়ে জানবো এবং ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আরমান খান/এএইচ/এএসএম