রাজনীতি

‘সৃষ্টি যার, শাসন চাই তার’, জামায়াত নেতাদের স্লোগান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ হচ্ছে আজ। দীর্ঘদিন পর আয়োজিত তাদের এই বিশাল সমাবেশ এক ধরনের উৎসবে রয়প নিয়েছে। দেশের নানান প্রান্ত থেকে সমাবেশে ছুটে আসছেন দলটির সমর্থকরা। এ সময় তারা ‘সৃষ্টি যার, শাসন চাই তার’ স্লোগান দিয়ে অন্যদের উৎফুল্ল করছেন।

ভোর থেকেই ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলীতে সমাবেশে অংশ নিতে আসা মানুষদের যানবাহনের জটলা দেখা গেছে। ঢাকা মহানগর উত্তরের গাবতলী এলাকায় অভ্যর্থনা কক্ষ স্থাপন করেছে জামায়াতে ইসলামী। সেখানে ঢাকার বাইরে থেকে আসা লোকজনকে অভ্যর্থনা জানানো হচ্ছে।

শনিবার (১৯ জুলাই) ফজরের নামাজের পর থেকেই এ কার্যক্রম শুরু হয়।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোহাম্মদ মিজানুল হক বলেন, সৃষ্টি যার, শাসন চাই তার। অনেক শাসন দেখলাম। এবার আল্লাহর শাসন চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আল কোরআনের আলোকে দেশ চলবে। দেশে কোনো চাঁদাবাজ থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। দেশে অপশাসন থাকবে না।

ঢাকা মহানগর উত্তরের আরেক জামায়াত নেতা ইমরান হোসেন বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামি দল। আমরা কোরআনের কথা বলি, কোরআনের দেখানো পথে চলি। আমাদের উদ্দেশ্য একটাই- ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর রহমতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মসজিদে যে কথা বলে, ময়দানেও সেই কথা বলে। জামায়াতে ইসলামী সবসময় কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষে কাজ করে।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় সৃষ্টি যার, আইনও চলবে তার। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর বিধান অনুযায়ী শাসন চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে এ সমাবেশ করছে জামায়াত। দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সব গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটির বেশি প্রবাসীর ভোট দেওয়ার ব্যবস্থা করা।

এমওএস/এএমএ/এমএস