রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহতদের আনা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ৩০ জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।
জরুরি বিভাগে দায়িত্বরত আনসার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুর ১টা ৬ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনার সময় পাইলট নিজেই বিমান চালাচ্ছিলেন। বিমান বিধ্বস্তের পরপরই আগুন ধরে যায় এবং আশপাশে থাকা সাধারণ মানুষ দগ্ধ হন।
দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান জাগো নিউজকে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। উদ্ধার টিম এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।
দুর্ঘটনাস্থলে এরই মধ্যে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। বিমান বাহিনীর পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
ইএআর/ইএ/এমএস