রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। আহতদের অনেককেই অ্যাম্বুলেন্স ও রিকশায় হাসপাতালে নিয়ে আসছে সহপাঠীরা।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরা আধুনিক হাসপাতালে এমন চিত্র দেখা যায়।
আরও পড়ুন
শিক্ষার্থীসহ ২০ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১উত্তরা আধুনিক হাসপাতালের উপ-পরিচালক ডা. আদিল বলেন, দুর্ঘটনার পর থেকেই আহতরা আসছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উত্তরা আধুনিক হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ও বাইরের স্বেচ্ছাসেবীরা আহতদের সহায়তা করছেন।
স্বেচ্ছাসেবীরা জানান, দুই থেকে তিন ঘণ্টা ধরে আহতরা আসছেন। বেশিরভাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে।
এসএম/কেএসআর/এমএস