ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ১০ জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এদের বেশিরভাগেরই শরীরের ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
উড্ডয়নের ১২ মিনিটেই মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান কেউ খুঁজছেন সন্তান, কারও অভিভাবককে খুঁজছেন স্বেচ্ছাসেবকরাযাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে তারা হলেন- মাসুকা (৩৭), বাপ্পী সরকার (৯), মাহতাব (১৪), নাফিজ (৯), শামীম (১৪), শায়ান ইউসুফ (১৪), সায়মা (১০), মাহিয়া (১৫), আফরান (১৪) এবং মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২)।
আইসিইউতে চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ দুর্ঘটনায় এরই মধ্যে ১৯ জনের নিহতের তথ্য জানিয়েছে আইএসপিআর ও ফায়ার সার্ভিস।
এনএস/কেএসআর/এমএস