রাজনীতি

বিমান বিধ্বস্তে হতাহত ‘মর্মস্পর্শী ও হৃদয়বিদারক’: ফখরুল

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যু ও দগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ জুলাই) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এ তথ্য জানান।

শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এ দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি হতাহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদের এ বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন।

তিনি বলেন, আমি বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যেসব শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

কেএইচ/এমকেআর/এমএস