রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২১ জুলাই) দেশটির পররাষ্ট্র দপ্তর এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
বিবৃতিতে বলা হয়, উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আহতদের প্রতি আমাদের সহমর্মিতা রইলো এবং যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের হৃদয়ের গভীর সমবেদনা।
মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
জেপি/এমআরএম/এএমএ