উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের ভিড় এবং জনসমাগম সামাল দিতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কঠোরতা আরোপ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রবেশপথে কড়া নজরদারি চালাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন থেকে ইনস্টিটিউটে প্রবেশ করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। রোগীর স্বজনদেরও জানাতে হচ্ছে, কার আত্মীয়, রোগীর নাম এবং কোন ওয়ার্ডে আছেন। পরিচয় নিশ্চিত হলেই মিলছে প্রবেশাধিকার।
আরও পড়ুন:
নাম প্রকাশে অনিচ্ছুক বার্ন ইনস্টিটিউটের এক কর্মকর্তা জানান, সোমবার স্বজন ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। জনসমাগম নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের। আহত রোগী ও রোগীর স্বজনদের কাছে গণমাধ্যম কর্মীদের বাড়তি ভিড় দেখা যায়। ফলে আজ সকাল থেকেই সেনাবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের জনের তথ্য জানা গেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন আরও অন্তত ১৭০ জন। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ইএআর/এসএনআর/জেআইএম