জাতীয়

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে জার্মান দূতাবাসের শোক

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকার জার্মান দূতাবাস। সোমবার (২১ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় বহু প্রাণহানি হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। আমরা নিহতদের পরিবার ও পুরো স্কুল কমিউনিটির প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

তারা আরও উল্লেখ করে, গভীর শোকের এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে আমরা আছি। একই সঙ্গে এই মর্মান্তিক ঘটনায় যারা প্রথমে উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং চিকিৎসাসেবা দিয়েছেন, তাদের সাহস ও সহমর্মিতার প্রশংসা করি।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে গিয়ে স্কুলের এক নারী শিক্ষকসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

জেপিআই/এমআইএইচএস/জেআইএম