জাতীয়

বিমানবাহিনীকে পরিবারের পাশে থাকার অনুরোধ তৌকিরের মামার

নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মামা মোহাম্মদ আলী বলেছেন, বিমানবাহিনী তৌকিরের পরিবারকে যে সাপোর্ট দিয়েছে সেজন্য বিমানবাহিনীর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যেন এভাবে তৌকিরের পরিবারের পাশে থাকে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তৌকির ইসলামের জানাজার আগে তার মামা একথা বলেন।

তৌকিরের মামা মোহাম্মদ আলী বলেন, আমার ভাগনে গতকাল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। একইসঙ্গে কোমলমতি শিশুসহ অনেকেই নিহত ও আহত হয়েছেন। আমার ভাগনে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম চলাফেরাতে যদি কোনো দুঃখ-কষ্ট দিয়ে থাকে তাকে ক্ষমা করে দেবেন। তার পরিবারের প্রতি সমবেদনা ও তার পরিবারের পাশে থাকবেন আপনারা। তার সঙ্গে যদি কোনো দেনা-পাওনা থাকে সেটা আমাদের জানাবেন অথবা বিমানবাহিনীর কর্তৃপক্ষকে জানাতে পারেন।

তিনি বলেন, গতকাল থেকে বিমানবাহিনী তৌকিরের পরিবারকে যে সাপোর্ট দিয়েছে সেজন্য বিমানবাহিনীর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যেন এভাবে তৌকিরের পরিবারের পাশে থাকে।

মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে নিহত পাইলটের জানাজা রাজধানীর কুর্মিটোলায় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেলারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ (ভারপ্রাপ্ত) নিহতের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বিমানবাহিনীর একটি বিমানে তৌকিরের মরদেহ রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

টিটি/জেএইচ/জেআইএম