জাতীয়

নিহতদের দাফনে উত্তরা ১২ নম্বরের কবরস্থানে জায়গা নির্ধারণ

প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের দাফনে উত্তরা ১২ নম্বরে সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ জায়গা নির্ধারণ করেছেন। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

আরও পড়ুনবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ স্কুল ভবনে কত শিক্ষার্থী ছিল, কারও কাছেই তথ্য নেই 

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

এমইউ/কেএসআর/এমএস