সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। দগ্ধ অন্তত ২০০ জন।
এমন মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে আগের দিনই। সেইসঙ্গে জানানো হয়, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামবেন। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
সেই অনুযায়ী ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল।
এমএমআর/এএসএম