দেশজুড়ে

বার্ন ইনস্টিটিউটে আলবীরা, উৎকণ্ঠায় দিন কাটছে বাবার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে আহত হয়েছেন আলবীরা। এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে সেও একজন। বর্তমানে সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আর এদিকে তার পরিবার ও স্বজনদের দিন কাটছে গভীর উৎকণ্ঠায়।

এ নিয়ে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় তার বাবা জসিম উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।

তিনি লেখেন, মাইলস্টোন ট্রাজেডি, আমার মেয়ের আজকের অবস্থা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আলবীরা কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিজিবি ক্যাম্প সিকদার পাড়ার বাসিন্দা। তারা বাবা কক্সবাজার টাইলস দোকান মালিক সমিতির সভাপতি।

তবে আলবীরা মাইলস্টোন কলেজের কোন শ্রেণিতে পড়তেন এবং তার পুরো নামসহ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এমএস