জাতীয়

তিস্তা সংলগ্ন চার জেলায় নিম্নাঞ্চলে বন্যার আভাস

তিস্তা সংলগ্ন চার জেলায় নিম্নাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (২৯ জুলাই) তিস্তা নদীর পানি সমতল সম্পর্কিত বিশেষ বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বিশেষ বার্তায় বলা হয়েছে, তিস্তা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আরও পড়ুনদক্ষিণের ১২ নদীর পানি বিপৎসীমার ওপরেশেরপুরে বাঁধে ভাঙন, ১২ গ্রাম প্লাবিত

এদিকে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, রহমতখালি খাল ও নোয়াখালী খাল নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আরএএস/ইএ/জেআইএম