ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদকে একসঙ্গে করে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অনুষদীয় গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।
বুধবার (৩০ জুলাই) শিক্ষার্থীরা জড়ো এ বিক্ষোভ করেন। তারা টানা তিনদিন ধরে চলমান ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন।
এসময় আন্দোলনকারীরা গেটের সামনে ‘উই ওয়ান্ট কম্বাইন্ড’ লেখা পোস্টার সাঁটান ও ‘ডিন অফিসে তালা দাও’, ‘ফ্যাকাল্টি গেটে তালা দাও’ ইত্যাদি স্লোগান দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পশুপালন অনুষদের এক শিক্ষার্থী জানান, দিনের পরদিন আমরা চাকরি ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছপা হবো না। প্রশাসনকে এখনই বাস্তব পদক্ষেপ নিতে হবে। নাহলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
পরবর্তীতে দুপুরে পশুপালন অনুষদের কম্বাইন্ড ডিগ্রি দাবির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেয় বাংলাদেশ ভেটেরিনারি অনুষদ ছাত্রসমিতি। এসময় করতালির মাধ্যমে তাদের স্বাগত জানায় পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
এসময় ভেটেরিনারি অনুষদীয় ছাত্রসমিতির ভিপি মো. মোরসালিন বলেন, একজন উদ্যোক্তা বা খামারি তার পালিত গবাদি পশু-পাখির জন্য যেমন চিকিৎসা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন, তেমনি প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। শুধু কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির গ্র্যাজুয়েট দিয়েই উভয় চাহিদা মেটানো সম্ভব। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং প্রাণিসেবা ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে বাকৃবিতে সমন্বিত ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি।
এদিকে বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, এতো পুরোনো একটি অনুষদ কম্বাইন্ড হয়ে যাবে এ নিয়ে হওয়া আন্দোলন আমরা শিক্ষকরা যৌক্তিক মনে করি না। উপাচার্য স্যার বিদেশে গিয়েছেন, তিনি ফিরে এলে বাকিটা বোঝা যাবে।
আসিফ ইকবাল/এমএন/জেআইএম