দেশজুড়ে

আওয়ামী লীগ ১০ চুক্তি করে দেশকে পরাধীন করেছিল: চরমোনাই পীর

ভারতের সঙ্গে আওয়ামী লীগ ১০টি চুক্তি করে দেশকে পরাধীন করেছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নড়াইল পুরাতন বাস টার্মিনালে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগ গোপনভাবে ১০টি চুক্তি করে দেশকে পরাধীন জাতিতে পরিণত করেছিল। আওয়ামী লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ তৈরি হবে না উল্লেখ করে তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সব দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।

চরমোনাই পীর আরও বলেন, ৫ আগস্ট পর্যন্ত পতিত ফ্যাসিস্টদের হাতে অনেক মায়ের কোল খালি হয়েছে। অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পাঁয়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ইসলামী আন্দোলন নড়াইল জেলা সভাপতি মাওলানা মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা জান্নাতুল ইসলাম প্রমুখ।

হাফিজুল নিলু/জেডএইচ/এএসএম