দেশজুড়ে

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১০

ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।আটকরা হলেন- আন্তঃউপজেলা ডাকাত দলের অন্যতম সদস্য জসিম উদ্দিন (৩৫), আবদুল কাদের (৩২), আজিজুল হক (৩০) ও দেলোয়ার হোসেনসহ (৩৬) ১০ জন।সোনাগাজী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্ড অফিসার মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকার কাশমির বাজার এলাকার ব্রিকফিল্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ডাকাতদের মধ্যে বেশ ক’জন বহিরাগত। তারা জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও চট্টগ্রামের মিরেরসরাই থেকে এসেছে। ধারণা করা হচ্ছে স্থানীয় ডাকাতদল তাদের দিয়ে ডাকাতি করতে ভাড়া করে নিয়ে এসেছে।জহিরুল হক মিলু/এসএস/আরআইপি