হবিগঞ্জে ইজিবাইকে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে দু`দল গ্রামবাসীর সংঘর্ষে প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে প্রায় ৪ ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে সুতাং বাজারসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩১ রাউন্ড টিয়ারশেল ও ১৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে সদর উপজেলার অলিপুরে অবস্থিত বিভিন্ন কোম্পানির কয়েকজন শ্রমিক কাজ শেষে কান্দিগাঁও গ্রামে ফিরছিলেন। শ্রমিকরা অলিপুর থেকে স্থানীয় বাছিরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকে উঠেন। কিন্তু সুরাবই গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক বাছিরগঞ্জ বাজারে না গিয়ে শ্রমিকদের সুরাবই বাজারে নামিয়ে দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। শ্রমিকদের পক্ষ নেয় কান্দিগাঁও এবং ইজিবাইক চালকের পক্ষ নেয় সুরাবই গ্রামবাসী। সোমবার উভয় গ্রামের লোকজন টেঁটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। একপক্ষ আরেক পক্ষকে ডাকাডাকি করতে থাকলে সকাল ৯টায় সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে প্রায় ৪ ঘণ্টা এ সংঘর্ষ চলে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হবিগঞ্জ রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে ৩১ রাউন্ড টিয়ারশেল ও ১৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আবার সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি