সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ৫টি ফিশিং ট্রলার ও ৩০ জন জেলেকে আটক করে নিয়ে গেছে। তবে জেলেদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটক জেলেদের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও জানা গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সেন্টমার্টিনের নিকটবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এসময় তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।
আরও পড়ুনসরকারবিহীন নেপালে ব্যাপক লুটপাট, ব্যাংকে ডাকাতি নেপালে নিরাপদে আছেন বাংলাদেশিরা, পরিস্থিতি শান্ত হলে ফিরবেনতিনি জানান, জেলেদের মাধ্যমে খবর পাই বুধবার বিকেলে আরাকান আর্মির সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে দুটি স্পিডবোট যোগে আসে। সেসময় সেন্টমার্টিনের নিকটবর্তী দক্ষিণ -পশ্চিম সাগরে জেলেরা ফিশিং ট্রলার নিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন। এরপর আরাকান আর্মি ধাপে ধাপে ৫টি ট্রলারসহ ৩০ জেলেকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
তবে আটক জেলেদের সংখ্যা আরও বেশি হতে পারে উল্লেখ করে আজিম উদ্দিন বলেন, আটক ৩টি ট্রলার টেকনাফ পৌরসভা এলাকার, বাকি দুটি ট্রলার শাহপরীর দ্বীপের।জাহাঙ্গীর আলম/কেএসআর