দেশজুড়ে

শরীয়তপুরে দুই আ.লীগ নেতার নামে কাফনের কাপড়

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও যুবলীগের নেতাকে কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বড় গোপালপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের মৃত নুরুজ্জামান মাদবরের ছেলে বড় গোপালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পারভেজ মাদবর (২৭) ও একই গ্রামের সাবেক মেম্বার আ. ছালাম মাদবরের ছেলে বড় গোপালপুর ইউনিয়নের যুবলীগের নেতা ইরান মাদবর (২৮)। বুধবার রাত ৯টায় হেলমেট পরিহিত ৩ জন মটরসাইকেল আরোহী স্থানীয় সূর্যমণি বাজারে দিদার স্টোরে একটি ব্যাগ রেখে যান। তারা দোকানদারকে এ ব্যাগটি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পারভেজ মাদবর ও যুবলীগ নেতা ইমরান মাদবরকে দিতে বলে যান। পরে ব্যাগ খুলে দুই সেট কাফনের কাপড় পাওয়া যায়।  দিদার স্টোরের মালিক দিদার বেপারী জানান, মটরসাইকেলযোগে আসা হেলমেট পরিহিত তিনজন লোক আমার দোকানে পারভেজ মাদবর ও ইমরান মাদবরকে দেয়ার জন্য একটি ব্যাগ রেখে যায়। পরে পারভেজ ও ইমরানকে খবর দিলে ওরা এসে ব্যাগ খুলে দেখে দুই সেট কাফনের কাপড় দেখতে পায়।পারভেজ মাদবর জানান,  আমার তো কোনো শত্রু নেই। তাহলে আমাকে কাফনের কাপড় দেবে কেনো। এ ব্যাপারে আমি মামলা করবো।ছগির হোসেন/এফএ/এবিএস