দেশজুড়ে

গাজীপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

গাজীপুর মহানগরীতে পশ্চিম ধীরাশ্রম এলাকায় একটি বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিক সোবহানের হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে ৷

সোবহানের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত বুধবার রাতে কক্সবাজার থেকে ধীরাশ্রম এলাকার বাড়ি আসেন তিনি। এ সময় বাড়ির কলাপসিবল গেট খোলা রেখেই খাবারের টেবিলে বসেন। পরে গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর সোবহানকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারির তালা ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। লুটপাট শেষে ঘরের বাইর থেকে তালা দিয়ে ডাকাত দল পালিয়ে যায়৷

সোবহানের প্রতিবেশী সরোয়ার হোসেন বলেন, ডাকাতরা চলে যাওয়ার পর তারা চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে এই পরিবেশ দেখে ৯৯৯ ফোন করি৷ পরে পুলিশ ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুনসাতক্ষীরায় ২৪ ঘণ্টা না পেরোতেই আবারো দুর্ধর্ষ চুরি, শহরজুড়ে আতঙ্কসাতক্ষীরায় দুর্ধর্ষ চুরি, ৬৫ ভরি গহনাসহ নগদ টাকা লুট

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাতে খবর পেয়ে আমাদের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। ততক্ষণে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জিকেএস