কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আজির উদ্দীন সর্দার (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় রাজু নামে অপর একজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার জামান টোব্যাকোর সামনে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, জামান টোব্যাকো ভাড়া নিয়ে সাঈক ইন্ডাস্ট্রিজ লি. নাম দিয়ে সিনার গোল্ড সিগারেট উৎপাদন করে আসছিলেন এলাকার কল্যাণপুর গ্রামের আজির উদ্দীন সর্দারের ছেলে মাজেদুল, কবির উদ্দীনের ছেলে রাজু ও আল্লারদর্গা পশুহাট পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে ছোটন। এদিকে তাদের কারখানার উৎপাদন ভাল হওয়ায় চাঁদা দাবি করে আসছিল এলাকার জয়রামপুর গ্রামের রাসেল বাহিনীর স্বপন মোল্লা, সৈকত ও সেতু নাসির ও রিপুলসহ ১৫/২০ জন। শনিবার রাতে সন্ত্রসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় এসে হামলা চালায়। এসময় আজির উদ্দীন সর্দার হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।আল-মামুন সাগর/এফএ/এবিএস