জাতীয়

চাঁদাবাজির প্রতিবাদে রোববার অর্ধদিবস বন্ধ থাকবে গাড়ির শোরুম

চাঁদাবাজির প্রতিবাদে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। গাড়ির শোরুম বন্ধ রেখে এসময় ব্যবসায়ীরা প্রগতি সরণি এলাকার কোকাকোলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

শনিবার (১৮ অক্টোবর) বারভিডা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর প্রগতি সরণি এলাকায় বারভিডা সদস্যদের বিগত কয়েক মাস ধরে দুষ্কৃতকারীরা চাঁদা দাবি করে টেলিফোনে হুমকি প্রদান ও শোরুমে ককটেল নিক্ষেপ করে আসছে।

আরও পড়ুন৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টাবিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ

এর ‍প্রতিবাদে ও জরুরি নিরাপত্তা বিধানের দাবিতে ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ থাকবে। এসময় প্রগতি সরণি এলাকার কোকাকোলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে শোরুমের স্টাফদের নিয়ে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন বারভিডার সভাপতি আবদুল হক এবং মহাসচিব রিয়াজ রহমান।

এমএএস/কেএসআর/জেআইএম