ক্যাম্পাস

জকসু নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকার পরিকল্পনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভোটারদের নাম, বিভাগ ও পরিচয়পত্র (আইডি) নাম্বার থাকলেও নেই ছবি। তবে চূড়ান্ত তালিকায় ভোটারদের ছবি রাখার পরিকল্পনা করছে কমিশন।

শনিবার (৮ নভেম্বর) জকসুর নির্বাচন কমিশন সূত্রে এ পরিকল্পনার তথ্য জানা গেছে। এর আগে কমিশনের সঙ্গে ছাত্রনেতাদের এক মতবিনিময় সভায় জবি ছাত্রদল ছবিসহ তালিকার দাবি জানিয়েছিল।

নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ বলেন, ‘আমরা চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের ছবি যুক্ত করার পরিকল্পনা করছি। সর্বোচ্চ চেষ্টা করবো এটি বাস্তবায়নের জন্য।’

আরও পড়ুনজকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা ত্রুটিপূর্ণ-ভুলে ভরাজবির প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বরজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের কাওয়ালি সন্ধ্যা

কমিশনার গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। জকসুর ওয়েবসাইটে ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের মোট ১৬ হাজার ৩৬৫ জন শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ হয়। কিন্তু এতে নানা অসঙ্গতি থাকার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হয়েও অনেকের নাম খসড়া ভোটার তালিকায় নেই। আবার কিছু বিভাগের স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীর নাম যুক্ত হয়েছে তালিকায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি নির্বাচনের পরবর্তী ধাপগুলোর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সদস্যরা বলছেন, অভিযোগের বিষয়গুলো আমলে নিয়ে রোববারের (৯ নভেম্বর) মধ্যে সমাধান করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক জুলফিকার বলেন, ‘ত্রুটির বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আমরা এরই মধ্যে বিভাগগুলোতে নোটিশ পাঠিয়েছি। বিভাগগুলো থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববারের মধ্যে সব সমস্যার সমাধান হবে। বেশিরভাগ বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা যারা এখনো পাস করেননি, তাদের নাম খসড়া ভোটার তালিকায় আসেনি। এসব বিষয় সমাধান করা হবে।’

টিএইচকিউ/একিউএফ/জেআইএম