শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ১১ কর্মকর্তাকে পদোন্নতি ও নতুন পদায়ন দেওয়া হয়েছে। গত রোববার (৭ ডিসেম্বর) ও বুধবার (১০ ডিসেম্বর) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এ পদোন্নতি ও পদায়ন দেওয়া হয়।
তাদের মধ্যে চারজন সহকারী প্রকৌশলী চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী হয়েছেন। পাঁচ নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি দুজনকে সাধারণ পদায়ন বা বদলি করা হয়েছে।
নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. জাহেদুল করীমকে রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী করে পদোন্নতি ও পদায়ন দেওয়া হয়েছে। গোপালগঞ্জে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করা প্রতিভা সরকারকেও পদোন্নতি দেওয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবালকে পদোন্নতি দিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে বরিশাল বিভাগে পাঠানো হয়েছে। এছাড়া শাহজাহান আলীকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে রাখা হয়েছে।
ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসূফ আলীকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে সিলেট সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করেছে শিক্ষা মন্ত্রণালয়।
পৃথক আদেশে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব ও প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব) হিসেবে পদায়ন করা হলো। তিনি এর আগে রংপুর সার্কেলে ছিলেন। কিন্তু বর্তমানে ময়মনসিংহ সার্কেলের অধীন বেতন তুলবেন। একই সঙ্গে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন। এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান শওকতকে ঢাকা মেট্রো সার্কেলে পদায়ন করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে চার সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) পদায়ন দেওয়া হয়েছে। পাঁচ শর্তে মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে। এর মধ্যে সাহেব আলীকে মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলীর পদে, মফিকুল ইসলামকে ভোলায়, অনুপম বড়ুয়াকে ফেনী অফিসে এবং মো. আব্দুস সালামকে নেত্রকোনায় পদায়ন করা হয়েছে।
এএএইচ/এমএমকে/বিএ