দেশজুড়ে

নওগাঁয় ঈদবস্ত্র বিতরণ করলো পুলিশ

ঈদ উল ফিতর উপলক্ষে নওগাঁয় চৌকিদার/ দফাদারদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁ সদর থানা চত্বর কমিউনিটি পুলিশিং সেডে সদর থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সহকারী পুলিশ সুপার মোহসিন, সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় তদন্ত অফিসার শামসুল আলম শাহসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সদর থানায় পুলিশের স্যালুটিং ডাইস এবং মোটরসাইকেল পার্কিং সেডের উদ্বোধন করা হয়।আব্বাস আলী/এফএ/পিআর