ঢালাই পিচ আর ইট-খোয়া উঠে নওগাঁ পৌরসভার অন্তত আটটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোর অসংখ্য স্থান ক্ষতবিক্ষত, ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় এগুলোর এই করুণ দশা হয়েছে বলে জানা গেছে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন পৌরবাসী।সরেজমিনে ঘুরে দেখা যায়, লিটন ব্রিজ-ডিগ্রি কলেজ মোড় সড়কের ডিগ্রির কলেজ মোড়ে রাস্তার পিচঢালাই উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত ছয়-সাত দিনের মধ্যে বৃষ্টি না হলেও এখনো কোথাও কোথাও পানি জমে আছে। পুরাতন হাসপাতাল রোডে ইজিবাইক স্ট্যান্ড মোড়ে ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে শহরের বাইপাস সড়ক ব্রিজ থেকে ডিগ্রি মোড় পর্যন্ত সড়কের একটি অংশে রাস্তার কালভার্টের এক দিকের অংশ ভেঙে পড়েছে। বিপদ এড়াতে রাস্তার মাঝখানে ইট বিছিয়ে দেওয়া হয়েছে। ইট-খোয়া উঠে খানাখন্দ আর ক্ষতবিক্ষত অবস্থা চোখে পড়ে উল্লিখিত অন্যান্য রাস্তুগুলোতেও। এছাড়া পাড়া-মহল্লার অসংখ্য রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার ১৫টি প্রধান সড়কসহ পাড়া-মহল্লার আরও ৫০টির বেশি সড়ক রয়েছে। এসব সড়কের ১২০ কিলোমিটার অংশ পাকা রয়েছে। আধা-পাকা (এইচবিপি বা ইট বিছানো) রয়েছে আরও ৩০ কিলোমিটার রাস্তা। রাস্তাঘাটের বেহাল অবস্থা সম্পর্কে উকিলপাড়া আবু রায়হান ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর নির্বাচনের আগে লোক দেখানোর জন্য শহরের কিছু রাস্তায় সংস্কার কাজের নামে ইট-খোয়া বিছানো শুরু হয়। কিন্তু নির্বাচন শেষ হতেই রাস্তার কাজও বন্ধ হয়ে যায়।নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের মোড়ে কথা হয় ব্যাটারি চালিত অটোরিকশাচালক সাইদুল, জাইনুর, সুমনসহ অনেকের সঙ্গে। তারা জানান, শহরের অন্যান্য রাস্তার মতোই লিটন ব্রিজ-ডিগ্রির মোড়, ডিগ্রির মোড়-বাইপাস সড়ক ও ডিগ্রির মোড়-সিও অফিস মোড় কোনো অংশেই কম নয়। প্রতিদিন শতশত শিক্ষার্থী যাওয়া আসা করেন এই তিনটি রাস্তা দিয়ে। কিন্তু রাস্তাগুলো সংস্কার না করায় অটোরিকশা প্রায়ই নষ্ট হয়ে যায়। এতে চালকরা যেমন ভোগান্তিতে পড়েন তেমনি শিক্ষার্থীরও ভোগান্তির শিকার হন।শহরের কালিতলা এলাকার বাসিন্দা জনি আহম্মেদ ও রাজু জানান, কালিতলা মোড় থেকে নাপিতপাড়া পর্যন্ত এই সড়ক সংস্কারের জন্য নির্বাচনের আগে গত বছরের ডিসেম্বরে খোঁড়াখুড়ি শুরু হয়। ইট-খোয়া বিছিয়ে দিলেও এখন পর্যন্ত রাস্তায় পিচ পড়েনি। ইট-খোয়া বিছানো রাস্তায় চলাফেরা করতে আরও বেশি কষ্ট হচ্ছে। কবে এই দুর্ভোগ শেষ হবে তা জানা নেই।এ বিষয়ে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি জানান, দ্বিতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিপ-২) প্রকল্পের আগে গত বছর বেশ কিছু নতুন রাস্তা ও পুরনো রাস্তার সংস্কার কাজ করা হয়েছে। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ইউজিপ-৩ প্রকল্প অনুমোদন পাওয়া গেছে। এই প্রকল্পের অর্থ আগামী দুই-তিন মাসের মধ্যেই পাওয়ার কথা। অর্থ বরাদ্দ পেলেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু করা হবে।আব্বাস আলী/এফএ/পিআর