দেশজুড়ে

নওগাঁয় জিহাদি বইসহ শিবির নেতা আটক

নওগাঁর নিয়ামতপুরে তিনটি জিহাদি বইসহ শিবির নেতা দেলোয়ার হোসেন বাবুকে (২৭) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে চোড়াপাড়া মাদরাসা থেকে তাকে আটক করা হয়। দেলোয়ার হোসেন বাবু উপজেলার রসুলপুর ইউনিয়নের চোড়াপাড়া গ্রামের আলহাজ্ব আব্দুল মান্নানের ছেলে।নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে চোড়াপাড়া মাদরাসায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। এসময় সেখান থেকে তিনটি জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।আব্বাস আলী/এআরএ/এমএস