দেশজুড়ে

শরীয়তপুরে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলার বালিয়াকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হারুন মাদবর (৩১) নামে একজন নিহত হয়েছেন। রোববার বিকেলের এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন, জিয়াউর রহমান এবং সোহরাফ হোসেন। জানা গেছে, জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে মো. হামিদ মাদবর এবং মতিয়ার রহমান মাদবরের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রোববার বিকেলে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় মতিয়ার রহমান মাদবর এর ছেলে মান্নান মাদবর গুলি ছুড়লে হারুন মাদবর গুরতর আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জাজিরার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে হারুন মাদবর নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। ছগির হোসেন/এফএ/পিআর