নওগাঁর বদলগাছীতে জাকারি বাসিক (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার জিওল এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জাকারি বাসিক জিওল গ্রামের মৃত জতিন বাসিকের ছেলে।বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিকেলে জিওল গ্রামের পাশের বাজারে আসেন জাকারি বাসিক। রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। সকালে জিওল এলাকায় সড়কের পাশে জাকারি বাসিকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ওসি আরো জানান, মরদেহের মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে চলাচলের সময় যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আব্বাস আলী/এআরএ/আরআইপি