সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে নয়ন মিয়া (৪২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সোমবার বিকেল ৫টার দিকে চারাগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সীমান্ত সংলগ্ন চারাগাঁও গ্রামের মৃত মেহের আলীর ছেলে। নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমদের (পিএসসি) মুঠোফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।তবে বীরেন্দ্রনগর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) কোম্পানি কমান্ডার (সুবেদার) ইলিয়াস মজুমদার জানান, এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিএসএফ তাকে ছেড়ে দিবে। সন্ধ্যা সোয়া ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ।রাজু আহমেদ রমজান/এআরএ/এবিএস