দেশজুড়ে

অবরোধে ব্যবহারের অভিযোগে ৩ ট্রাক কাঠ জব্দ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আহম্মেদপুর থেকে রাজাপুর পর্যন্ত মহাসড়ক সংলগ্ন আটটি স’মিল থেকে তিন ট্রাক কাঠের গুড়ির জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ ওই আদালত পরিচালনা করেন। জাহিদ নেওয়াজ জানান, চলমান হরতাল-অবরোধসহ বিভিন্ন সময় মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য সড়কের ধারের স’মিলের কাঠের গুড়ি ব্যবহার করে দুর্বৃত্তরা।এছাড়া মহাসড়কে ডাকাতির সময় ডাকাতরা স’মিলের কাঠ ব্যবহারের অভিযোগ করেছে পুলিশ। তাই অভিযান চালিয়ে রাজাপুর থেকে আহম্মেদপুর পর্যন্ত মহাসড়ক সংলগ্ন আটটি স’মিল থেকে ৩ ট্রাক কাঠ জব্দ করা হয়েছে। একই সাথে তাদের (স’মিল মালিকদের) স্থায়ী ভাবে কাঠের গুড়ি না রাখার জন্য বলা হয়েছে। নিষেধ উপেক্ষা করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।এমএএস/পিআর