দেশজুড়ে

খানসামায় সরকারি চালসহ ইউপি সদস্য আটক

দিনাজপুরের খানসামায় আট বস্তা সরকারি চালসহ পুলিন চন্দ্র রায় নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমান অভিযান চালিয়ে ইউপি সদস্যের বাড়ি থেকে এ চাল উদ্ধার করেন। আটক পুলিন চন্দ্র রায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রোববার ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের ব্যাপারে দুর্নীতির অভিযোগ এনে হতদরিদ্র লোকজন বিক্ষোভ সমাবেশ সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ সদস্য পুলিন চন্দ্র রায়ের বাড়িতে অভিযান চালিয়ে আট বস্তা সরকারি চালসহ তাকে আটক করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিক তার ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হয়েছে। এমদাদুল হক মিলন/এফএ/এবিএস