দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকাগামী কোচের ধাক্কায় মো. ফাহিম (১০) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর বাবা মো. নুরুন্নবী (৩৮) ও মা মোছা. খাদিজা বেগম (৩২)।রোববার সকাল সাড়ে ৬টায় উপজেলার দিনাজপুর-ঢাকা সড়কের আমতলী নাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফাহিম জেলার বিরল উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা এবং জগতপুর মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র। চিরিরবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী জানান, বিরল উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা মো. নুরুন্নবী ভোরে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত নিজ রিকশা ভ্যান চালিয়ে ফুলবাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে উপজেলার দিনাজপুর-ঢাকা সড়কের আমতলী নাড়িয়া বাজার এলাকায় দিনাজপুর হতে ছেড়ে আসা একটি ঢাকাগামী কোচ ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফলে ভ্যানটি পাকা রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফাহিম মারা যায়। গুরুতর আহত অবস্থায় নুরুন্নবী ও তার স্ত্রী মোছা. খাদিজা বেগমকে দিনাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এমদাদুল হক মিলন/এসএস/এবিএস