দেশজুড়ে

দায়িত্ব পালনকালে ২ নারী আনসারকে ধর্ষণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় দুই নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত আনসার ভিডিপি সদস্য তাপস চন্দ্র রায় উপজেলার সাতোর ইউনিয়নের আরাজী চৌপুকুরিয়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ রায়ের ছেলে।এসআই মো. সাহাদত হোসেন জানান, তাদের মধ্যে এক নারীর স্বামী বুধবার রাতে আনসার সদস্য তাপস চন্দ্রকে আসামি করে মামলা করেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।ওই দুই নারী জানান, তারাসহ ছয়জন আনসার ভিডিপি সদস্য উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সোমবার রাতে আরতি শেষে মণ্ডপের পাশে একটি কক্ষে ঘুমাতে যান তারা। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে তাপস চন্দ্র রায় নারী আনসার ভিডিপির কক্ষে প্রবেশ করে দুই নারী সদস্যকে ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে বিষয়টি টিম লিডার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যদের অবহিত করে ধর্ষিতার পরিবারের লোকজন। তাদের পরামর্শে এক ধর্ষিতা বাদী হয়ে বুধবার রাতে বীরগঞ্জ থানায় মামলা করেন।উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ের প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. করিমন নেছা বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদকে জানানো হয়েছে।  জানতে চাইলে আবু আক্কাছ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত আনসার ভিডিপি সদস্য তাপস চন্দ্র রায়কে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এমদাদুল হক মিলন/এএম/পিআর