নাটোরে আব্দুস সালাম (৫০) নামের এক বেকারি ব্যবসায়ী গুলি করেছে দুর্বৃত্তরা। নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আব্দুস সালাম শহরের মলিকহাটি মহলার মৃত কালু প্রামানিকের ছেলে ও ফেন্সী বেকারীর স্বত্ত্বাধিকারী।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহবুদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সালাম দুপুরে শহরের মলিকহাটি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পথে কয়েকজন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়।অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহবুদ্দিন আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।এএইচ/পিআর