দেশজুড়ে

শেষ সময়ে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে দুর্ভোগে পরীক্ষার্থীরা

নওগাঁয় শেষ সময়ে সাপাহার সরকারি কলেজের অনার্সের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হওয়ায় দুর্ভোগে পড়েছেন পরীক্ষার্থীরা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পুনরায় জেলার পোরশা উপজেলার পোরশা ডিগ্রি কলেজে কেন্দ্রের দাবি জানান পরীক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় শতাধিক পরীক্ষার্থী একত্রিত হয়ে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী বিপ্লব কুমার ও মোফাছের রহমান জানান, পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হওয়ায় ভোগান্তির মধ্যে পড়তে হবে। শেষ সময়ে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হওয়ায় ৬০ কিলোমিটার দূরে নওগাঁ শহরে গিয়ে পরীক্ষা দেয়া কষ্টকর হবে। এ বিষয়ে সাপাহার সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক আব্দুস সালাম বলেন, ৫-৭ দিন আগে পোরশা ডিগ্রি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন সংবাদ জানতে পারেন পরীক্ষার্থীরা। কর্তৃপক্ষের এরূপ সিদ্ধান্তের কারণে পরীক্ষার উদ্দেশ্যে নওগাঁয় থাকা প্রায় সব পরীক্ষার্থী ছাত্রাবাস ছেড়ে নিজ এলাকা সাপাহারে ফিরে এসেছেন। এতে পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।আব্বাস আলী/এফএ/এবিএস