নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সজিব হোসেন (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুর ২টার দিকে ৮/১০ জনের একদল সন্ত্রাসী সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে কয়েক রাউন্ড গুলি করে। এসময় সজিবের দুই পা গুলিবিদ্ধ হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তাদের আটকের চেষ্টা চলছে।এমএএস/আরআই