দেশজুড়ে

উত্তরবঙ্গের পরিবহন ধর্মঘট স্থগিত

উত্তরবঙ্গের ১৬ জেলায় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংগঠনের নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আলোচনায় প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সন্ধ্যায় মুঠোফোনে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন। আন্দোলন কমিটির সূত্রে জানা গেছে, বিকেলে ৩টা থেকে শুরু হওয়া বৈঠকে বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, বিআরটিএর কর্মকর্তাসহ ঐক্য পরিষদের আব্দুল মতিন সরকার, আব্দুল মান্নান মন্ডল, খলিলুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই আলোচনায় ঐক্য পরিষদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর সড়ক-মহাসড়কে হয়রানি, চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ অন্যান্য দাবি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ কারণে বিকেল সাড়ে ৫টা থেকে আন্দোলন বাস্তবায়ন কমিটি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।উল্লেখ্য, বিভিন্ন দাবিতে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকাল ধর্মঘট আহ্বান করে। দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৫টায় এ ধর্মঘট স্থগিতের ঘোষণা করা হয়।এআরএ/এমএস