সাতক্ষীরার ১২ কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম জয়লাভ করেছেন। তিনি ১২টি কেন্দ্রে ৬৫৩ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী মুনছুর আহমেদ ১৭৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। স্বতন্ত্রপ্রার্থী নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক ও মুনছুর আহম্মেদ আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। কলারোয়া উপজেলার বামনখাটি কেন্দ্রে ৫২ (মোটরসাইকেল) ০৪ (আনারস), কলারোয়া পাইলট স্কুল ৫১ (মোটরসাইকেল) ১০ (আনারস)।তালা উপজেলার তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৫৯ (মোটরসাইকেল) ২১ (আনারস)। সাতক্ষীরার সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৯ (মোটরসাইকেল), ১০ (আনারস), ঝাউডাংগা কেন্দ্রে ৬৪ (মোটরসাইকেল) ১৪ (আনারস), ভাদড়া কেন্দ্রে ৪৮ (মোটরসাইকেল) ১৬ (আনারস)।আশাশুনি উপজেলার গুনাগরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯ (মোটরসাইকেল), ১১ (আনারস)। প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৪ (মোটরসাইকেল) ১১(আনারস)।কালিগঞ্জ উপজেলার পিকে বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮ (মোটরসাইকেল) ২৬ (আনারস)। তারালি মাধ্যমিক বিদ্যালয় ৪১ (মোটরসাইকেল) ২১ (আনারস), উপজেলা অডিটোরিয়াম ৪৬ (মোটরসাইকেল) ২১ (আনারস)।শ্যামনগর উপজেলার সুন্দরবন বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫২ (মোটরসাইকেল) ১৩ (আনারস)।স্ব-স্ব উপজেলার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে প্রাপ্ত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, হাইকোর্টে রিট থাকায় তালা উপজেলার পাটকেলঘাটা কলেজ, দেবহাটা উপজেলার খানবাহাদুর আহসানউল্লাহ, শ্যামনগর সদর এই তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ হয়নি। তিনটি কেন্দ্রের ভোটার সংখ্যা হলো ২০৭। আকরামুল ইসলাম/এআরএ/এমএস