সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে অভিযান চালিয়ে ২২০ কেজি ভারতীয় গরুর মাংস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার ভোর ৫টায় এসব মাংস আটক করা হয়। পরে দুপুর ১২টায় ব্যাটালিয়নের ভাইগড় কোম্পানি কমান্ডার, ঘাসুড়িয়া ক্যাম্পকমান্ডার, এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সব মাংস মাটিতে পুতে দেয়া হয়।বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডার মকছেদ আলী জানান, সীমান্তের দক্ষিণ দাউদপুর এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে রাতের আধারে বাংলাদেশে গরুর মাংস পাচার করার সময় বিজিবি টহলদল তাদের ধাওয়া করে ২২০ কেজি ভারতীয় গরুর মাংস আটক করে। ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে মহামারি আকারে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় বিরামপুর সীমান্তে সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।এমএএস/পিআর