সাতক্ষীরার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম তালা-পাটকেলঘাটা সড়কের মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ। এটি বাস্তবায়ন হলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে এমন আশঙ্কা স্থানীয়দের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক শিবপুর গ্রামের মর্জিনা খাতুন জাগো নিউজকে জানান, কলেজ কর্তৃপক্ষ রাস্তার জন্য ফুটপাত না রেখেই কলেজের সীমানা প্রাচীর ও পিলার নির্মাণ করছে। এর ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটবে। বিষয়টি কলেজ কর্তপক্ষকে অবহিত করা হলেও তারা কর্ণপাত করছেন না।তবে এ অভিযোগের বিষয়ে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ বলেন, রাস্তার জায়গা দখল করে কলেজে প্রাচীর নির্মাণ করা হচ্ছে না। কলেজের জমির উপরই প্রাচীর নির্মাণ করা হচ্ছে।বিষয়টি অবহিত করা হলে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী গিয়াসউদ্দীন জাগো নিউজকে বলেন, বিষয়টি এখনো কেউ অবগত করেনি। রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের কিনা সেটি দেখতে হবে। অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আকরামুল ইসলাম/এফএ/জেআইএম