সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়ায় স্কেভেটর মেশিন বহনকারী একটি ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার আমিনপুর থানার মহেশখোলা গ্রামের খলিল খাঁর ছেলে স্কেভেটর মেশিন ড্রাইভার রওশন আলি (২১) ও চট্রগ্রামের পটিয়ার ট্রাক ট্রাইভার আব্দুল আজিজ (২৮)।স্থানীয় জেঠুয়া গ্রামের ইউনুচ আলী জানান, নদী খননের জন্য একটি স্কেভেটর মেশিন নিয়ে জেঠুয়া বাজারের দিকে যাওয়ার সময় ট্রাকটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হয়েছেন ট্রাকে থাকা শ্রমিক শাহিন, ফরহাদ ও তার ভাই জসীম। তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।আকরামুল ইসলাম/এফএ/আরআইপি