গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আহসান হাবীব মাসুদের (৪২) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মইনুল হাসান ইউসুব শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে বিচারক শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে শুক্রবার সুন্দরগঞ্জ পৌর-শহরের ৯নং ওয়ার্ড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে রোববার সকালে লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখায়। এরপর লিটন হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটা জানতে জিজ্ঞাসাবাবাদের জন্য বিকেলে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। জিল্লুর রহমান পলাশ/এআরএ/জেআইএম