গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুলশিক্ষক মোছা. মঞ্জুরী খাতুনকে (৩৮) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহাদত হোসেন মণ্ডলকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টচার্য এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত শাহাদত হোসেনের বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামে। তিনি ওই গ্রামের ছামছুল হুদার ছেলে।রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু মো. আবদুল্লা আল কনক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৭ সালের ১৭ জুন মঞ্জুরী খাতুনের সঙ্গে শাহাদত হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। এরই জের ধরে ২০১১ সালের ২১ এপ্রিল শাহাদত হোসেন মঞ্জুরীর বাবার বাড়িতে আসেন। পরের দিন রাতে যে কোনো সময় শাহাদত মঞ্জুরী খাতুনকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় মঞ্জুরীর বাবা মো. মকবুল হোসেন খন্দকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে সকল সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার বিষয়টি প্রমাণিত হয়। মঙ্গলবার দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে বিচারক তার ফাঁসির রায় দেন।জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর (জিআরও) মো. শফিকুল ইসলাম শফিক জানান, বিচারকের রায় ঘোষণার পরেই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।জিল্লুর রহমান পলাশ/এআরএ/আরআইপি