ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। এসময় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জের মলিকপুর রোডের নুড়িতলা নামক স্থানে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছলে পুলিশের গাড়ী লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি।ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ টি চাপট, ১ টি ছুরি, কাটা গাছ ও রশি উদ্ধার করেছে।এসএইচএ/আরআইপি