প্রেম করে বিয়ের এক যুগ পর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। পরে পালিয়ে যাওয়ার সময় ঘাতক স্বামীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায়।নিহত কবিতা গুপ্তদাস (২৫) নড়াইল সদর এলাকার বেলাহাটি গ্রামের নির্মল গুপ্তদাসের মেয়ে।দীর্ঘদিন আগে নড়াইলের পুরা বাদুরিয়া গ্রামের বাপ্পি দাসের সঙ্গে কবিতার বিয়ে হয়।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ১২ বছর আগে বাপ্পি দাস ও কবিতা গুপ্তদাস প্রেম করে পালিয়ে বিয়ে করেন। তাদের সংসারে তুলি দাস (৮) ও তজু দাস (আড়াই) নামের দুই সন্তান রয়েছে। তারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় আনোয়ার হোসেনের বাড়ি ভাড়া থাকতো। স্বামী বাপ্পি দাস রাজমিস্ত্রির কাজ করতো আর কবিতা হিজলহাটি এলাকায় তানজিলা নামের একটি পোশাক কারখানায় কাজ করতো। বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। তারই জেরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফের তাদের মধ্যে বাগবিতণ্ডা ও ঝগড়া হয়। একপর্যায়ে বাপ্পি তাদের ঘরের পাশে রাখা একটি কাঠের টুকরা দিয়ে স্ত্রী কবিতার মাথায় সজোরে আঘাত করে। সে চিৎকার করে মাটিতে লুটে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ইপাড়া এলাকায় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী বাপ্পি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশ সোপর্দ করে। কালিয়াকৈর থানা পুলিশের পরিদর্শক (আপারেশন) মাসুদ আলম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। স্ত্রী হত্যার অভিযোগ তার স্বামীকে আটক করা হয়েছে।আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম