গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের সময় নিখোঁজ চারজনের বাকি দুজনও বাড়ি ফিরে এসেছেন। বৃহস্পতিবার ভোরে তারা বাড়ি ফিরে আসেন।তারা হলেন, সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স এবং নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা।এর আগে তাদের পাশাপাশি নিখোঁজ হয়েছিলেন, সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও দামোদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জিম মণ্ডল এবং দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক। মনোয়ার ও সাদেক গত বৃহস্পতিবার ভোরে তারা বাড়ি ফিরে আসেন। তবে কারা তাদের ধরে নিয়েছিল, সে বিষয়ে কিছু ‘জানেন না’ বলে তারা জানিয়েছেন।এআরএ/জেআইএম