দেশজুড়ে

ঝিনাইদহে আগুনে ৫ ঘর পুড়ে ছাই

ঝিনাইদহের শৈলকুপায় বিশ্ব জাকের মঞ্জিলের জলসাঘরসহ পাঁচ ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার দুপুরে দুইটার দিকে উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় পাঁচ ব্যক্তি আহত হয়েছে।স্থানীয়রা জানায়, দহকোলা গ্রামের বিশ্ব জাকের মঞ্জিলের জলসাঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে জলসা ঘরের মালিক সলেমান মৃধা, মহেনুর ও আজেল মৃধাসহ আশপাশের আরো চারজনের ঘর আগুনে পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে  স্থানীয়দের মধ্যে রানা, সবুজ, টিপু, জাহাঙ্গীরসহ পাঁচ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে শৈলকুপা দমকল বাহিনী এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার হাসমত আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসএইচএ/পিআর