স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় এবং নিয়ম ভঙ্গ করে পতাকা উত্তোলনের দায়ে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ১৮ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ১৮টি মামলা দায়ের করে চার হাজার তিনশ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তারা (ব্যবসায়ীরা) জরিমানার টাকা পরিশোধ করায় জেল-হাজতের হাত থেকে রক্ষা পান। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন জানান, স্বাধীনতা দিবসে প্রতিটি সরকারি, বেসরকারি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। পতাকা উত্তোলন না করে তারা জাতীয় কর্মসূচিকে অবজ্ঞা করায় ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেছে। এসএইচএ/এমএস